লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসের আয়োজনে (৮সেপ্টেম্বর)সকাল ১১ ঘঠিকা হইতে শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিস হল রুমে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মৌলভীবাজার, কৃষিবিদ নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, কৃষি অফিসার, শ্রীমঙ্গল উপজেলা; কৃষিবিদ জনাব মোহাম্মদ আলাউদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, শ্রীমঙ্গল উপজেলা; মোঃ শিফন মিয়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, শ্রীমঙ্গল উপজেলা; রকেন্দ্র শর্মা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শ্রীমঙ্গল উপজেলা।
উক্ত কৃষক প্রশিক্ষণে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৩০ জন লেবু ও মাল্টা চাষী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষকগণ নিরাপদ লেবু, মাল্টা উৎপাদনে ও বিদেশে রপ্তানিযোগ্য করতে রোগবালাই পোকামাকড় থেকে রক্ষায় করণীয় বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা করেন।